Support Forum

WWW.Pezonsheart.ucoz.com

Site menu
Pezons Songs.
Pezons..Updates
Online

Total online: 1
Guests: 0
Users: 1
Pezon

Pezon:-এই ওয়েবসাইটের একজন নিয়মিত পাঠক এবং অন্যতম পৃষ্ঠপোষক বাবুল ভাই থাকেন ইটালিতে। কয়েকদিন আগে ওনার পিসিতে কিছু সমস্যা
 নিয়ে ফোনে কথা বলছিলাম।
 তো এই ব্যাপারে কথা বলতে গিয়ে TeamViewer সফটওয়্যারটা সম্পর্কে ওনার কাছ থেকে প্রথম জানলাম(সেজন্য বাবুল ভাইকে স্পেশাল থ্যাংকস)।
এটি একটি রিমোট কন্ট্রোল
সফটওয়্যার যার সাহায্যে পৃথিবীর যে কোন প্রান্তের অনলাইনে সংযুক্ত দুটো পিসি একে অপরের ডেস্কটপ এক্সেস পায়। ফলে আপনি বাংলাদেশে বসেই আপনার
 প্রবাসী কোন বন্ধুর পিসির
 সমস্যা ঠিক করে দিতে পারবেন। যেমনটা আমি বাবুল ভাইয়ের পিসিতে ঢুকে করেছিলাম। চলুন দেখা যাক কিভাবে এই কাজটি করতে হয়।

প্রথমে এই সাইট থেকে TeamViewer ডাউনলোড করুন। ডাউনলোড হয়ে গেলে TeamViewer_Setup চালু করুন। Run সিলেক্ট করে Next দিন।
 I accept the.....
তে টিক চিহ্ন দিয়ে Next দিন। TeamViewer চালু হবে। একই কাজটি উভয় কম্পিউটারে করতে হবে। এবার নিচের ছবির মত দেখতে পাবেন।

ধরি, "ক" এর কম্পিউটারে "খ" প্রবেশ করবে। "ক" Wait for session থেকে ID এবং Pasword "খ" কে জানাবে। আর "খ" পাওয়া ID টি
Create session এর অধীনে
 ID তে লিখে Remote support সিলেক্ট করে Connect to partner এ ক্লিক করবে। একটু পরে পাসওয়ার্ড চাইবে সেখানে "ক" এর কাছ থেকে
 পাওয়া পাসওয়ার্ডটি দিতে হবে।
 সবকিছু ঠিক থাকলে একটু পরেই "ক" এর ডেস্কটপটা "খ" তার কম্পিউটারে দেখতে পাবে। এবার "খ" যেন "ক" এর কম্পিউটারের সামনে বসে আছে
এমনভাবে কাজ করতে পারবে।
 আশা করি এটা অনেকের কাজে আসবে।
---------------------------------------------------------------------------------------------------------------------

polls
Rate my site
1. Excellent
2. Good
3. Bad
4. Not bad
5. Awful
Total of answers: 13
lings
Pezons_Website
Pezonsblogspot
Pezons_Facebook
Pezons_Vedios
Pezons_Picture
Pezons_Fanpage

Pezons vedio

Copyright By Pezon © 2011
Create a website for free