Support Forum

WWW.Pezonsheart.ucoz.com

Site menu
Pezons Songs.
Pezons..Updates
Online

Total online: 1
Guests: 0
Users: 1
Pezon

  ডাবল ক্লিকেই আইপি এড্রেস পরিবর্তন করুন!

                                            
Pezon:-অনেক সময় একই কম্পিউটারে একাধিক আইপি সেট করার দরকার হয়। উদাহারন হিসেবে ল্যাপটপ ব্যবহারকারীদের কথা বলতে পারি। যারা ল্যাপটপ ব্যবহার করেন তাদের অনেকের
 বাসায় ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন আছে। ফলে বাসায় একটা আইপি ব্যবহার করতে হয় আবার অফিসে গিয়ে ভিন্ন আইপি ব্যবহার করতে হয়। এজন্য প্রতিদিন কন্ট্রোল প্যানেলে গিয়ে
 ম্যানুয়ালি আইপি সেট করাটা অনেক ঝামেলার ব্যাপার। এখন আপনাদের শেখাব কিভাবে মাত্র একবার ডাবল ক্লিকেই আইপি পরিবর্তন করবেন!

এই কাজে আমরা ব্যবহার করব Net Profile Switch সফটওয়্যারটি। এই লিংক থেকে ৬৩৭ কিলোবাইটের rar এক্সিকিউটেবল ফাইলটি ডাউনলোড করে চালু করলেই NetProfileSwitch
নামে একটা ফোল্ডার পেয়ে যাবেন। আনজিপ করে দিতে হবে। উদাহারন হিসেবে এবার আমরা নিচে দেওয়া আইপি এড্রেসগুলো NetProfileSwitch এ সেট করব।

বাসার আইপি:
IP Address: 192.168.1.137
Subnet Mask: 255.255.255.0
Default Gateway: 192.168.1.1
DNS 1: 192.168.1.2
DNS 2: 192.168.1.3

অফিসের আইপি:
IP Address: 172.16.100.17
Subnet Mask: 255.255.0.0
Default Gateway: 172.16.100.1
DNS 1: 172.16.100.2
DNS 2: 192.168.100.3

১. NetProfileSwitch চালু করুন।
২. কোন প্রোফাইল নেই এমন একটা মেসেজ আসবে। NO ক্লিক করুন।
৩. Settings -> General ট্যাবে শুধু Close Net Profile Switch after....... এ টিক চিহ্ন দিয়ে বাকিগুলো থেকে তুলে দিন। Double click activates a profile
 সিলেক্ট করুন। OK দিন।
৪. New Profile এ ক্লিক করুন। Profile name: লিখুন Home। Change this network-interface's settings..... এ টিক চিহ্ন দিন। Obtain an
IP address automatically থেকে টিক চিহ্ন তুলে দিন এবং উপরে দেওয়া বাসার আইপি'র তথ্যগুলো সঠিক ঘরে লিখে OK ক্লিক করুন। একইভাবে আবার Profile name:
 Office লিখে উপরে দেওয়া অফিসের আইপি'র তথ্যগুলো সঠিক ঘরে লিখে OK ক্লিক করুন।
৫. এখন আপনি মূল প্রোগ্রামে Home এবং Office নামে দুটো আইকন দেখতে পাচ্ছেন। Save changes এ ক্লিক করুন।
৬. এবার Home অথবা Office যে কোন একটা আইকনে ডাবল ক্লিক দিন। প্রোগ্রামের নিচের দিকে Activating profile..... লেখা মেসেজ দেখতে পাবেন। এবং একটু পরেই
পোগ্রামটি বন্ধ হয়ে যাবে। আপনি যে আইকনে ডাবল ক্লিক করেছিলেন সে অনুযায়ী আপনার পিসিতে আইপি সেট হয়ে গেছে।
৭. এখন থেকে আপনাকে আর ম্যানুয়ালি আইপি সেট করতে হবে না। যেখানে যাবেন Net Profile Switch চালু করে নির্দিষ্ট আইকনে শুধু ডাবল ক্লিক করবেন কাজ হয়ে যাবে।
polls
Rate my site
1. Excellent
2. Good
3. Bad
4. Not bad
5. Awful
Total of answers: 13
lings
Pezons_Website
Pezonsblogspot
Pezons_Facebook
Pezons_Vedios
Pezons_Picture
Pezons_Fanpage

Pezons vedio

Copyright By Pezon © 2011
Create a website for free